বার্তা সমাহার ক্রীড়া ডেস্ক: জাপান ম্যাচের আগে অনুশীলনে ভিনিসিয়াস জুনিয়রের জার্সি টেনে ধরে রেখেছেন রিচার্লিসন। দুজনের মুখেই ছিলো আগ্রাসী ভাবভঙ্গি। তাদের ছাড়ানোর চেষ্টা করছেন দানি আলভেজ, লুকাস পাকুয়েতা ও নেইমার। তাদের ভঙ্গিও ছিলো আগ্রাসী।
এই দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা আর সমালোচনা। কেন ছন্দে থাকা ব্রাজিল দলের এমন অবস্থা- তা নিয়েও প্রশ্ন উঠে। তাও আবার ম্যাচের আগমুহূর্তে।
তবে পরে জানা গেল এই মারামারি আসলে সত্যিকারের মারামারি নয়, মজা করেই হাতাহাতিতে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস ও এভারটনের রিচার্লিসন।
তবে ব্রাজিল ফুটবল নামের একটি টুইটার পেজ থেকে এ বিষয়টি স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয় অনুশীলনের ফাঁকে খেলোয়াড়দের এসব নিছকই মজা ছিল।
বাস/দেশা-ক্রী-১২/২২
Leave a Reply